পোস্টগুলি

মার্চ ১৪, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নজরুল কবিতা

ছবি
মহর্‌রম নভেম্বর 27, 2015 এখানে আপনার মন্তব্য রেখে যান নীল সিয়া আসমা লালে লাল দুনিয়া,– ‘আম্মা! লাল তেরি খুন কিয়া খুনিয়া’। কাঁদে কোন্ ক্রদসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোরাতে! রুদ্র মাতম্ ওঠে দুনিয়া দামেশকে– ‘জয়নালে পরাল এ খুনিয়ারা বেশ কে? ‘হায় হায় হোসেনা’ ওঠে রোল ঝন্‌ঝায়, তল্‌ওয়ার কেঁপে ওঠে এজিদেরো পঞ্জায়! উন্‌মাদ ‘দুলদুল্’ ছুটে ফেরে মদিনায়, আলি-জাদা হোসেনের দেখা হেথা যদি পায়! মা ফাতেমা আস্‌মানে কাঁদে খুলি কেশপাশ, বেটাদের লাশ নিয়ে বধূদের শ্বেতবাস! রণে যায় কাসিম্ ঐ দু’ঘড়ির নওশা, মেহেদির রঙটুকু মুছে গেল সহসা! ‘হায় হায়’ কাঁদে বায় পূরবী ও দখিনা– ‘কঙ্কণ পঁইচি খুলে ফেলো সকিনা!’ কাঁদে কে রে কোলে করে কাসিমের কাটা-শির? খান্‌খান্ খুন হয়ে ক্ষরে বুক-ফাটা নীর! কেঁদে গেছে থামি হেথা মৃত্যু ও রুদ্র, বিশ্বের ব্যথা যেন বালিকা এ ক্ষুদ্র! গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, ‘আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতি মা!’ নিয়ে তৃষা সাহারার, দুনিয়ার হাহাকার, কারবালা-প্রান্তরে কাঁদে বাছা আহা কার! দুই হাত কাটা তবু শের-নর