সমাস H S C ছাত্র -ছাত্রীদের জন্য।
- সমাস
- প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
- প্রতিমন,= মনে মনে অব্যয়ীভাব
- বেহায়া= ,হায়ার অভাব= অব্যয়ীভাব
- উপকুল= ,কুলের সমীপে= ঐ
- ভাতরাধা= ,ভাতকে রাধা=ত্ তৎপুরুষ
- বিষমাখা,= বিষ দারা মাখা= ঐ
- রাজহংস= ,হংসের রাজা = ঐ
- অনিষ্ট,= ন ইষ্ট নঞ
- ত্রিভূজ= ,তিন ভূজের সমাহার=
- সেতারা= ,তিন তারের সমাহার=
- আদম-হাওয়া= ,আদম ও হাওয়া দ্বন্দ্ব
- জন মানব= ,জন ও মানব= দ্বন্দ্ব
- আমরা= ,আমি তুমি ও সে= দ্বন্দ্ব
- চতুষ্পদী চার পদের সমাহার দ্বিগু
- আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব
- সভ্য ভ্রষ্ট সভ্যতা থেকে ভ্রষ্ট তৎপুরুষ
- চাদমুখ মুখ চাঁদের ন্যায় উপমিত কর্ম
- নদীমাতৃক নদী মাতা যার বহুব্রীহি
- সাত-সতের সাত ও সতের দ্বন্দ্ব
- রাজপুত্র রাজারপুত্র ষষ্টি তৎপুরুষ
- ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে উপপদ তৎপুরুষ
- উদ্বেল বেলাকে অতিক্রান্ত অব্যয়ীভাব
- জয়ন্তী জন্ম উপলক্ষে যে উৎসব ৪থী তৎ
- দম্পতি জয়া ও পতি দ্বন্দ্ব
- সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দ্বিগু
- ক্ষুধানল ক্ষুধা রূপ অনল রূপক কর্ম
- ঢেঁকিছাটা ঢেঁকি দ্বারা ছাটা ৩য় তৎ
- বিলাতফেরত বিলাত হইতে ফেরত ৫ম তৎ
- নদীমাতৃক নদী মাতা যার বহুব্রীহি
- কাজলকালো কাজলের ন্যায় কালো উপমান কর্ম
- পথেঘাটে পথে ও ঘটে দ্বন্দ্ব
- অনাশ্রিত নাই আশ্রয় যার ন এ
- উর্ণনাভ উর্ণ নাভিতে যার বহুব্রীহি
- অপরাহ্ণ দিনের অপর ভাগ ৬ ষষ্টি
- ব্জ্রকঠোর বজ্রের ন্যায় কঠোর উপমান কর্ম
- রাষ্ট্রপতি রাষ্ট্রের পতি ৬ ষষ্ঠী তৎ
- ভবনদী ভব রূপ নদী রূপক কর্ম
- কালান্তর অন্য কাল নিত্য
- হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব
- ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু
- প্রগতি প্র গতি প্রাদি
- যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে অব্যয়ীভাব
- বাগদত্তা বাক দ্বারা দত্তা ৩য় তৎ
- অহোরাত্র অহো ও রাত্র দ্বন্দ্ব
- বিশালাক্ষী বিশাল অক্ষি যার বহুব্রীহি
- পকেটমার পকেট মারে যে কর্মধারয়
- মকরমুখো মকরের ন্যায় মুখ যার বহুব্রীহি
- অতিন্দ্রিয় ইন্দ্রিয়কে অতিক্রম করে অব্যয়ীভাব
- গুরুভক্তি গুরুকে ভক্তি ৪ থী তৎ
- বাক্যান্তর অন্য বাক্য নিত্য
- সত্যাসত্য সত্য ও অসত্য দ্বন্দ্ব
- আদিগন্ত দিগন্ত পর্যন্ত অব্যয়ীভাব
- হজযাত্রা হজের জন্য যাত্রা ৪ থী তৎ
- প্রাণভোমরা প্রাণ রুপ ভোমরা রুপক কর্ম
- মতান্তর অন্য মত নিত্য
- কোলাকোলী কোলে কোলে যে মিলন ব্যতিহার বহুব্রীহি
- লাল গোলাপ লাল যে গোলাপ কর্মধারয়
- চিরস্থায়ী চিরকাল ব্যাপিয়া স্থায়ী ৪র্থ কর্ম
- দ্বিপ দুই দিকে অপ যার বহুব্রীহি
- পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎ
- রাজপথ পথের রাজা ষষঠী তৎ
- মিশকালো মিশির ন্যায় কালো উপমান কর্ম
- ভবনদী ভব রূপ নদী রূপক কর
- নব পৃথিবী নব যে পৃথিবী কর্ম
- আয়কর আয়ের উপরে ধার্য যে কর কর্ম
- সহোদর সমান উদর যার বহুব্রীহি
- আলুনি নুনের অভাব অব্যয়ীভাব
- রাজপুত্র রাজার পুত্র ষষঠী তৎ
- দোয়াত-কলম দোয়াত ও কলম দ্বন্দ্ব
- প্রবচন প্র যে বচন প্রাদি
- গৃহস্থ গৃহে থাকে যে উপপদ তৎ
- ফুলকুমারী ফুলের ন্যায় কুমারী উপমান কর্ম
- স্বাক্ষর স্ব এর অক্ষর ষষঠী তৎ
- পশুরী পাঁচ সেরের সমাহার দ্বিগু
- ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে উপপদ তৎ
- চোখাচোখি চখে চখে যে দেখা ব্যতিহার বহুব্রীহি
- সেতার তিন তারের সমাহার দ্বিগু
- ব-দ্বীপ ব এর মত দ্বীপ উপমিত কর্ম
- তুষারধবল তুষারের ন্যায় ধবল উপমান কর্ম
- কুম্ভকার কুম্ভ করে যে উপপদ তৎ
- অনাশ্রিত ন আশ্রিত যে ্ন ঞ্চ তৎ
- গুনমুগ্ধ গুনে মুগ্ধ ৭মী তৎ
- ব্জ্রকঠোর বজ্রের ন্যায় কঠোর উপমান কর্ম
- আমরা আমি তুমি ও সে একশেষ দ্বন্দ্ব
- তোমরা তুমি ও সে দ্বন্দ্ব
- ভাত রাধা ভাতকে রাধা ২য় তৎ
- বীণাপাণি বীণা পাণিতে যার বহুব্রীহি
- ষড়ঋতু ছয় ঋতুর সমাহার দ্বিগু
- দুর্ভিক্ষ ভিক্ষার অভাব অব্যয়ীভাব
- তেপায়া তিন পায়ার সমাহার দ্বিগু
- কুসুমকোমল কুসুমের ন্যায় কমল উপমান কর্ম
- মোহনিদ্রা মোহ রূপ নিদ্রা রূপক কর্ম
- পল্লিকবি পল্লির কবি ষষঠী তৎ
- তপোবন তপের নিমিত্তে যে বন ৪র্থ তৎ
- অনতি বৃহৎ নয় অতি বৃহৎ ন ঞ্চ তৎ
- অল্পপ্রান অল্প প্রান যার বহুব্রীহি
- মন্দভাগ্য মন্দ ভাগ্য যার বহুব্রীহি
- বিপত্নীক স্ত্রী মারা গেছে যার বহুব্রীহি
- যৌবনসূর্য যৌবন রূপ সূর্য রূপক কর্ম
- চিরকুমার চিরকাল ব্যাপিয়া কুমার ২য় তৎ
- জনাকীর্ণ জন দ্বারা আকীর্ণ ৩য় তৎ
- রাজধানী রাজার ধানী ষষ্ঠী তৎ
- উপকুল কুলের সমীপে অব্যয়ীভাব
- মেঘলুপ্ত মেঘ দ্বারা লুপ্ত ৩য় তৎ
- হাতেপায়ে হাতে ও পায়ে দ্বন্দ্ব
- গলাগলি গলায় গলায় যে ভাব কর্মধারয়
- যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে অব্যয়
- লোকভয় লোক থেকে ভয় ৫ম তৎ
- উপবন বনের সদ্রিশ অব্যয়
- ছায়াতরু ছায়াপ্রধান তরু কর্মধারয়
- হাসাহাসি হাসিতে হাসিতে যে ক্রিয়া ব্যাতিহার বহুব্রীহি
- সৈন্যসামন্ত সৈন্য ও সামন্ত দ্বন্দ্ব
- নব পৃথিবী নব যে প্রিথীবি কর্মধারয়
- জ্যোৎস্নারাত জ্যোৎস্না শোভিত রাত কর্মধারয়
- গ্রামান্তর অন্য গ্রাম নিত্য
- গায়েহলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান কর্ম
- গৃহকর্ত্রী গৃহের কর্ত্রী ষষ্ঠী
- জীবনপ্রদীপ জীবন রূপ প্রদীপ রূপক কর্ম
- নিরুদ্বেগ উদ্বেগ নেই যার অব্যয়ীভাব
- অপর্যাপ্ত নয় পর্যাপ্ত নঞ্চ তৎ
- নবরত্ন নব রত্নের সমাহার দ্বিগু
- উদ্বাস্তু বাস্তু থেকে উৎখাত হয়েছে যে বহুব্রীহি
- প্রত্যক্ষ অক্ষির সম্মুখে অব্য্যীভাব
- কুশিলব কুশ ও লব দ্বন্দ্ব
- বজ্রকন্ঠ বজ্রের ন্যায় কন্ঠ উপমান
- কালরাত কাল রূপ রাত রূপক কর্ম
- অরুণরাঙ্গা অরুণের ন্যায় রাঙ্গা উপমান কর্ম
- আলুনি নুনের অভাব অব্যয়ীভাব
- বাহুলতা বাহু আশ্রিত যে লতা কর্মধারয়
- মহাজন মহান যে জন কর্মধারয়
- কানাকানি কানে কানে যে কথা ব্যাতিহার বহুব্রীহি
- ঈগলপাখি ঈগল নামক যে পাখি কর্ম
- কলঙ্করেখা কলঙ্কের রেখা ষষ্ঠী তৎ
- গাছপাকা গাছে পাকা ৭মী তৎ
- চা বাগান চায়ের বাগান ষষ্ঠী তৎ
- মিঠেকড়া যা মিঠে তাই কড়া কর্মধারয়
জীবনানন্দ ব্যসবাক্য কী হবে?
উত্তরমুছুনজীবন ব্যাপি আনন্দ
মুছুনঅপরিচিত কোন সমাস এবং বেসবাক
উত্তরমুছুনতথ্যগুলো ভালো কিন্ত লেখা এলোমেলো
উত্তরমুছুন