পোস্টগুলি

ধান ক্ষেত

রাখালের রাজগী -  জসীম উদ্‌দীন --- ধান ক্ষেত রাখালের রাজা! আমাদের ফেলি কোথা গেলে ভাই চলে, বুক হতে খুলি সোনা লতাগুলি কেন পায়ে দলে? জানিতেই যদি পথের কুসুম পথেই হইবে বাসি, কেন তারে ভাই! গলে পরেছিলে এতখানি ভালবাসি? আমাদের দিন কেটে যাবে যদি গলেতে কাজের ফাঁসি কেন শিখাইলে ধেনু চরাইতে বাজায়ে বাঁশের বাঁশী? খেলিবার মাঠ লাঙল বাজায়ে চষিতেই যদি হবে, গাঁয়ের রাখাল ডাকিয়া সেথায় রাজা হলে কেন তবে? তুমি চলে গেছ, শুধু কি আমরা তোমারি কাঙাল ভাই! হারায়েছি গান, গোচরণ মাঠ, বাঁশের বাঁশরী তাই। সোজাসুজি আজ উধাও চলিতে কোথা সে উধাও মাঠ, গোখুর ধূলোয় চাঁদোয়া-টাঙানো কোথা সে গাঁয়ের বাট? চরণ ফেলিতে চরণ চলে না শস্য-খেতের মানা, খেলিবার মাঠে বড় জমকালো মিলেছে পাটের থানা। গেঁয়ো শাখী আজ লুটায়ে পড়িছে কাঁচা পাকা ফল-ভারে, তলে তলে তার মাঠের রাখাল হাট মিলাইতে নারে। চষা মাঠে আজ লাঙল চলিতে জাগে না ভাটীর গান সারা দিন খেটে অন্ন কুড়াই, তবু তাতে অকুলান। ধানের গোলার গর্বেতে আজি ভরে না চাষীর বুক, টিনের ঘরের আট-চালা বেঁধে রোদে জ্বলে পায় সুখ। বাছের নায়েতে ছই দিয়ে চাষী পাট